মানুষের পরিচয় জাতি ধর্মে নয় ,
আচার , আচরণ , ব্যবহারই  , আসল পরিচয় ।
জাতি ধর্ম , কোণ ছার ,
তাতে হয়না মানুষের বিচার ।
ধর্মে হয়না জাতি , বর্ণে হয়না খ্যাতি ,
জরা ,ব্যাধি , মৃত্যু , বাছেনা কোন জাতি ।
জাতি , ধর্ম , মানুষের গোঁড়ামি ,
তাতে মানুষ জাতি , ধর্মে  হয়না দামী ।
মানুষের পরিচয় দয়া ,জ্ঞান ,ভক্তি , শ্রদ্ধা
আচার , আচরণ , সভ্যতা , ভদ্রতা ।
বৌদ্ধ , খৃস্টান , হিন্দু , মুসলিম ,
গ্রীক, পারসিক , ব্রাহ্ম , জিন ।
জাতিভেদে হয়না মানুষের পরিচয় ,
সকল দেহে এক রক্ত , লাল বর্ণই  হয় ।
একই জল মিটায় পিপাসা চেনেনা জাতি , ধর্ম ,
একই নদী , সাগর জলে , করে অবগাহন ।রক্তে কভু থাকেনা লেখা কে কোন জাতি , ধর্ম ,
মৃত্যু যখন আসে , বাছেনা জাতি , ধর্ম , কর্ম ।
মানুষ যখন জন্মে একই মাটির 'পরে ,
জাতি , ধর্ম , না দেখে মাটি  বুকে ধরে ।
মাটি বাছেনা কখনো   ধর্ম , জাত পাত ,
ফল ,ফুল ,জল ,বায়ু,চেনেনা কোন জাত ।
জন্মে মাটির বুকে , অন্তিমে মাটিতে সবে ,
মৃত্যুর পর মাটিতেই লীন হয়ে যাবে । । মাটির নেই জাত ধর্ম , একই মাটি মা ,
জাতি , ধর্ম , মাটি মা বিভেদ করেনা ।


          🌿🌿🌿🌿🌿🌿🌿
            🌿🌿🌿🌿🌿🌿
              🌿🌿🌿🌿🌿
                  🌿🌿🌿
                   🌿🌿
                     🌿
সন্ধ্যা -৭:১৫ মিনিট
২৪/০৪/২০১৯ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।