তুমি মোর চীরজীবনের ধ্রুবতারা  ,
সব স্থানে ,সবার মাঝে দাও পাহারা।
বিপথগামীদের তুমি ফিরাও গো সুপথে ,
বিপথে না  চলে যেন  তারা কোনমতে  ।
বলে দাও সবাকারে সুপথের ঠিকাণা  ,
দিয়ে দাও জীবনের শ্রেষ্ঠ নিশানা।
দীনের দয়াল ,দয়াময় ,তোমার দয়ায়  ,
জীবনে বাঁচার মূলমন্ত্র সবে যেন পায় ।
জীবনের জীবন হরি ,জীবন দরিয়ায় ,
অনাথের প্রাণ বাঁচে তোমার মায়ায়  ।
সুখে দুঃখে "ধ্রুব" তুমি,তুমি থাক পাশে ,
বিপথে কূপথে যেন মন নাহি আসে ।
জীবন দেবতা মোর ,তুমি "ধ্রুবতারা ,"
সততই পাই ওগো তোমার ইশারা ।
অবুঝ মন মম বুঝিতে না পারে ,
সদাই ইশারা তব থাকে ঘিরে ঘিরে  ।
ধ্রুবসত্য তুমি যেগো চন্দ্র সূর্য্য সম ,
থাকিও  সাথে ওগো যুগে যুগে মম ।


       ***********
সন্ধ্যা - ৭:00 টা ,
0৩ /0২ /২০১৯ রবি বার ,
কেরাণী টোলা = মেদিনীপুর ।