ঢং করে রাই কলসি কাঁখে জল আনিতে  যায় ,
ঢেউ উঠেছে নীল যমুনায় কানায় কানায় ¡
ঢি-ঢি পড়ে গেল ব্রজে কলঙ্কিনী  রাই ,
ঢুকিয়া মথুরাপুরে কংস রাজা গরজায় ¡
ঢাকিয়া শ্রীকৃষ্ণে বসুদেব যমুনা পার হয় ,
ঢাকে শির আচ্ছাদনে বাসুকী শ্রীকৃষ্ণের মাথায় ¡
ঢলিয়া পড়ে পাইক পিয়াদা শ্রী নন্দের আগারে ,
ঢুকিয়া তথায় বসুদেব ,কৃষ্ণে রাখে যশোদামার ক্রোড়ে ¡
ঢের ঢের পাইক পিয়াদা ঘোরে নন্দের আলয়ে ,
ঢলে ঢলে পড়ে সবে ,যখন যোগমায়া আনয়ে ¡
ঢাঁক-ঢোল বাজে মথুরায় ,বাজিছে সানাই ,
ঢ্যাঁরা পিটে বলে-শ্রী কৃষ্ণের জন্ম হোলো সবে এসো ভাই ¡
ঢুলু ঢুলু চোখে কৃষ্ণ যশোমতির কোলে ,
ঢক্ ঢক্ আওয়াজ করে দুগ্ধ পান কালে ¡
ঢাঁই ঢাঁই আওয়াজ  তোলে  ধামসা-মাদলে ,
ঢাঁই হয়ে একত্রে সবে কৃষ্ণ কৃষ্ণ বলে ¡
ঢাকনা দিয়ে ঘেরা বেড়া নন্দের গৃহ খানি ,
ঢিলে ঢালা বস্ত্রে ঢাকে যশোদা ,কৃষ্ণ যাদুমণি ¡
ঢুকে পড়ে পূতনা রাক্ষসী নন্দের ভবন ,
ঢেকে আনে বস্ত্রে পূতনা বিষমাখা স্তন ¡
ঢাকা খুলে  বস্ত্র পূতনার বক্ষের উপর ,
ঢক্ ঢক্ দুগ্ধ পান করে রাক্ষসীর ,ব্রজের ননীচোর ¡
ঢাই আই রাক্ষসীর জীবন তখন ,
ঢক্ ঢক্ রক্তপান করেন তখন ,জগৎ  জীবন ¡
ঢুকরে ঢুকরে পূতনা ,নিজ রূপ ধরে  ,
ঢলিয়া পড়িল পূতনা রাক্ষসী , মরণের পরে ¡


                ***********
সন্ধ্যা -৭:০৫ মিনিট ,
১৩ /০৪ /২০১৮ শুক্রবার ,
           ডেবরা ¡