ওগো  দীঘা সুন্দরী তোমায় কেমনে পাশরী ,
তোমায় দেখে সাধ মেটেনা (মন ভরেনা)দিবস শর্বরী ।
তুমি মোর ধ্যান জ্ঞান তুমি মোর স্বপ্নের উজান ,
তোমার জোয়ার টানে মন মোর হয়েছে ভাসান ।
উদ্যাম দুরন্ত নব যৌবন তোমার কেমনে বিস্মরি ,
ছলনাময়ী  ললনা তুমি ওগো দীঘা  পটেশ্বরী ।
তোমার সৈকতে ঘেরা সবুজ ঝাউবন ,
নিত্য নব পর্যটক সেথা করে বিচরন ।
সমুদ্র কল্লোল হোথা ঢেউ আছাড় উত্তাল যৌবন ,
ফেনিল উত্তাল ঢেউ চক্ষু ফেরাতে নারি বিস্ফারিত নয়ন ।
ওগো চিরনবীনা তুমি দীঘা সুন্দরী রূপ দেখে মরি ,
তুমি আমার স্বপ্নের উর্বশী অপ্সরী ওগো পটেশ্বরী ।
তুমি মনের মনোরমা তুমি যে অনুপমা ,
তুমি মনলোভা সরমা তুমি প্রাণের পরমা  ।
তোমায় দেখেছি শ্র আবণ রাতে মেঘলা দিনে প্রভাতে ,
ভরা জোয়ারের  ভাটাতে পূর্ণ পূর্ণিমায় শোভাতে  ।