মৃত্যুর পরোয়ানা ঘরে ঘরে শুনি হানা ,
কখন কার সময় হয় ,কখন যাবে নেই জানা ।
চারিদিকে সদা ভয় , কখন যে কি হয় কি হয় ,
সদাই মৃত্যুদূত নিত্য নৃত্যে উল্লাসময় ।
আজ হেথা কাল হোথা, নেই কোন অন্যথা ,
পরাক্রম নয় অযথা সদাচলে যথা তথা ।
শোক বিহ্বল দেশ ,ক্রন্দন রোল নেই শেষ ,
চিন্তার নেই অবশেষ চলে বিশ্বময় রেশ ।
কত কিছুই কষ্ট করে ভ্যাকসিন আবিষ্কার তরে ,
তবুও আজ কমে কাল বাড়ে চলে সারা দেশ জুড়ে ।
মানুষের মনে নেই আনন্দ মনে  সদা নিরানন্দ  ,
কবে হবে সংক্রমণ শান্ত ,সেই দিন সামনে আগত ।
নেই হাসি নেই খুশী সদা ভাবনা ঘরে বসি ,
মুখে নেই সুখরাশি সদা ভয় মনে পশি ।
পরাক্রম নয় মন্দ মনে সর্বদা জাগে সন্দ ,
সংক্রমণ হলে সদ্য তৎক্ষনাৎ ডাক্তার বৈদ্য।
আশার সঞ্চার হয় এবার রোগ হবে নিরাময় ,
যাবে ভয় ভাবনা ভয় যাবে মনের সঙশয় ।


      *******************
বিকাল - ৪ :৪৮ মিনিট।
২৯ /০৫ /২১ শনিবার।
রবীন্দ্রনগর =  মেদিনীপুর।