দুষ্টু সোনা (এক)


দুষ্টু সোনার মিষ্টি হাসি ভরিয়ে দেয় এ মন ,
যখন যা তার যা খুশি করে সে তখন ।
কখনো বা হামাগুড়ি  কখনো খেলনা ছোঁড়াছুড়ি ,
হাসি কান্না মুখে মেশা কখনো ধরে  ঘুমের আড়ি ।
খাবার বেলা ধরে বায়না কিছুতেই সে আর খাবেনা ,
খেলার নেশায় যায় সে চলে  দিতে হবে আরো খেলনা ।
খাবার গুলি গালে টিপে মুচকি হাসে খাবেনাকো আর ,
খাওয়ার কথা বললে পরে মুখটি টিপে হাসে তখন
                                         চোখ ফেরানো ভার  ।


      ************************
সন্ধ্যা - ৫:১০ মিনিট ।
১০/০৮/২০২০ সোমবার ।
কেরাণিটোলা =মেদিনীপুর ।


কৃষ্ণর জন্ম  (দুই )


যখন কৃষ্ণ জন্ম নিলেন কংস কারাগারে  ,
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্রাদি পুষ্প বৃষ্টি করে ।
অষ্টম গর্ভজাত দৈবকীর কংস ধ্বংস তরে ,
কৃষ্ণধন  মথুরাতে জন্মে ছিলেন কংস বধিবারে ।
প্রবল বর্ষন অশনি সংকেত সহ বজ্রপাত যখন ,
সেইক্ষনে কারাগারে জন্ম নিলেন দৈবকী আর
                                     বসুদেব নন্দন ।
বসুদেব শ্রীকৃষ্ণরে রক্ষিবার তরে ,
            চলিলেন ব্রজধাম নন্দের আগারে ,
যেথা যোগমায়া সেইক্ষনে জন্ম নেন
              নন্দের রানী যশোদার ক্রোড়ে ।
        *****************
দুপুর - ২ : ১৫ মিনিট ।
১১/০৮/২০২০ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।