দুঃখী জনের নাইরে আদর এই দুনিয়ায় ভাই ,
দুঃখের সাথে লড়ে দুঃখী বিধির বিধান তাই !
দুঃখে ওদের জীবন গড়া দুঃখ কিছুই নয় ,
দুঃখে ওদের জিয়ন মরণ ,দুঃখকে নেই ভয় !
মাঠে খাটে ,জমি চষে ,থাকে আনন্দে ,
জটলা করে ,নাচে -গায় ,দোদুল ছন্দে !
সর্বহারা হলেও ওরা সবার চেয়ে সুখী ,
হিংসা ,গুমোর ,নেইকো ওদের নয়কো ওরা ভুখী !
খেটে লুটে আসে ওরা দিন দিনান্তে ,
সন্ধ্যে বেলায় একসাথেতে গজলা করে নিশ্চিন্তে !
রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়ে নেইকো ওদের ভয় ,
সকাল হলেই বেরিয়ে পড়ে ,দুঃখকে করে জয় !
দিবারাত্র খাটছে ওরা নেই কোন ক্লান্তি ,
খাটছে ওরা ,সুখে থাকি মোরা ,নেই ভুল ভ্রান্তি !
মরুর বুকেও আনছে ওরা সাত সাগরের জল ,
তাইতো মোরা থাকি সুখে ,আনন্দে উচ্ছল !
মাটি কাটে,পাথর ভাঙ্গে ,কাটছে ডাঙা মাটি ,
সবুজ মাঠে ফসল ফলায় ,সবুজ সোনা খাঁটি !
খাটছে ওরা ,ফসল ফলায় ,তাইতো থাকি সুখে ,
মোদের মুখে দুধের বাটি ,ওরা থাকে দুঃখে !
দুঃখে ওরা থাকে সদাই ,থাকে ভালবাসাতে ,
মনের সুখে থাকে ওরা ,থাকে ওরা একসাতে !
দুঃখে ওদের জীবন গড়া ,দুঃখেই আনন্দ ,
দুঃখ ওদের  সুখের সাথী,দুঃখই সদানন্দ !
দুঃখে ওদের নেইকো দুঃখ ,দুঃখকে ভালবাসে ,
ওদের থেকে দুঃখ পালায় ,ভয়ে ও ত্রাসে !


                **********
রাত্রি-৯ঃ ১০ মিনিট ,
১১/০৯/২০১৮ মঙ্গলবার ,
অলটেন -সুইজারল্যান্ড !