মহাযোগে মহাযোগী ,যোজ্ঞেশ্বরী ভবনে এলো ,
সিংহপৃষ্ঠে দশভূজে ত্রিভূবন করেছে আলো !
                ঢ্যাংকুড়াকুর ,ঢ্যাংকুরাকুর ,বাদ্যি বাজে ঐ  ,
                 চন্ডী তলায় চন্ডী ঠাকুর আনন্দে হৈ রৈ !
মা মেনকার মন আজ আনন্দে ভরে ,
গিরিপুর  ভাসছে আজ খুশীর জোয়ারে !
                     শঙ্খ ঘন্টা ঢাক বাজে ,বাজছে  সানাই ,
                      উলুধ্বনী দেয় আজ প্রজা ,পরিষদ ,সবাই !
সপ্তমীতে দূর্গা পূজে বিল্ব পত্র , চন্দন,ফুলদলে ,
অষ্টমীতে মাতৃ পূজা একশত আট নীল কমলে !
                         নবমী আসে ,অষ্টমী যায় সন্ধি পূজার যোগ ,
                         নবমীতে পূজান্তে -মৎস্য,পঞ্চ ব্যঞ্জন আর অন্ন ভোগ !
কত রকম খাবার খাওয়ান মা মেনকা রেঁধে ,
এদিকে যে মেনকা রানী অশ্রু জেল ভাসে !
                           দশমীতে পূজে মাকে বিসর্জনের পালা ,
                             পান্তা,মাছের মুড়া ,দেবীর বিদায় বেলা !
বৎসরান্তে আবার আসবে শিবানী ,
কিকরে প্রাণে ধৈর্য্য ধরে গিরি রনী
                     ফিরে যাও ফিরে যাও হর কেঁদে বলে গিরি রানী,
                     উমা আমার ঘরে নাই আর উমায় পাঠাবোনা আমি !
                        


   দেবী বরন ,মিষ্টি মুখ আর কনকাঞ্জলী ,
   দেবী বরন শেষে সবাই সিঁদুরে খেলে হলি !


                   ×××××××××××××××


বেলা - ৮:৫০ মিনিট ,
১৬/১০/২০১৮ মঙ্গলবার ,
মেদিনীপুর -কেরাণীটোলা !