আস মাগো কতরূপে কতসাজে এই ধরা মাঝে ,
             বারোমাসে  ভিন্নরূপ তোমারই  সাজে  ।


বৈশাখ মাসে পূজে তোমায় 'গন্ধেশ্বরী ' রূপা ,
'ফলহারিনী 'দূর্গা রূপে জ্যৈষ্ঠেতে পূজিতা ।


আষাঢ়ে পূজিতা মাগো তুমি ' দেবী কামাখ্যা ',
শ্রাবণে 'শাকম্বরী 'রূপা তুমিই মা পূজিতা  ।


ভাদ্রেতে 'পার্বতী'পূজে সবে ,হরের ঘরনী ,
আশ্বিনে সিংহারূঢ়া তূমি 'দূর্গে দূর্গতি নাশিনী ' ।


কার্তিকে লক্ষ্মী স্বরূপা তুমি 'জগদ্ধাতৃ 'জননী ,
অগ্রহায়নে ভক্তিভরে পূজে তোমায় 'দেবী কাত্যায়নী ' ।


পৌষমাসে পূজে তোমায় 'পৌষকালী' রূপে ,
মাঘ মাসে 'রটন্তী কালী ' পূজে তোমায় সবে ।


ফাল্গুনে সংঙ্কট নাশ তুমি মা 'সংঙ্কট নাশিনী ' ,
চৈত্রেতে বাসন্তীকা তুমি 'বাসন্তী ' দূর্গে ত্রিনয়নী ।


বারমাসে বাররূপে পূজিতা মাগো তুমি ,
জননী যোগেন্দ্র জায়া  নগেন্দ্র নন্দিনী ।


        🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏


সকাল - ৮:৫৬ মিনিট ।
২৪ /০৯ /২০১৯ বৃস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।