এক যে ছিল দুষ্টু মেয়ে ,নামটি ভারী মিষ্টি ,
দেখতে সে যে মোমের পুতুল ,তীক্ষ্ণ বড়ই দৃষ্টি !
নামটি তাহার জানে সবাই ,বলার কিছুই নেই ,
বুদ্ধিতে সে অদ্বিতীয়া ,বলিহারী যাই !
কেউ বলে ''খুকুমণি ' কেউ বা ' সোনামণি ' ,
কেউ বলে 'মাণিক সোনা ' কেউ বা '  মা মণি ' ।
সে যে আমার ঘরের মাণিক ,আমার সোনামণি
দুষ্টুমিতে ভরা সে যে ঢলঢলে মুখখানি ।
মায়ের চোখের মণি সে যে ,বাবার চোখের আলো ,
ভাইদের জীবনের জীবন ,জগৎ বাসে ভাল ।
বুদ্ধিতে যখন হটে সবাই ,বলে -দেখছি তোমায় বটে,
যখন বুদ্ধি তাদের আঁটেনা আর ,তখন পিছু হটে ।
চক্ষু তাদের ছানা বড়া ,মটকা হলো গরম ,
দ্যাখে যখন পারবেনাকো ,বাধ্য হয়েছে নরম ।


               *********
১৯ / ০৯ /২০১১ ,বসন্তপুর