তোমার জন্যে স্বজন করেছি পর ,
তোমার জন্যে ভেঙ্গেছি সুখের ঘর।
যদি বল "রাত্রিকে দিন কর " ,
মিথ্যাচারে তাও করতে পারি  ।


তোমার জন্যে দুনিয়াটা একধার ,
সবচেয়ে আপন হয়েছে শ্বশুর ঘর ।
তোমার মোহে যাদুকরি ,
আমার ব্যাক্তিত্ব নিল হরি ।
আমি বুঝেও বুঝতে নারি ,
তুমি মোর বুদ্ধিমতী নারী ।


ব্যাথা হলে তোমার পায় ,
আমার বুক যেন মচড়ায় ।
তুমি হাঁটলে মাটির 'পরে ,
আমার বুক টনটন করে ।


তুমি রাগ দেখালে পরে ,
আমি ঘুরি আঁচল ধরে ।
তুমি হও যাতে খুশী ,
আমি তাই ভাবি দিন রাতি ।


অফিস থেকে এসে ,
খাই বা না খাই বসে ।
না ছেড়ে পোষাক ছেলে ধরি  ,
কি করে তোর মন পাই অপ্সরী  ।


তোর জন্যে করেছি জীবন পন ,
তাতে যদি হয় হোক মরণ  ।
লাজ লজ্জার নেইকো আমার ভয় ,
কি  করে তোর মন করব জয় ।


তোকে নিয়ে করি বিশ্ব ভ্রমণ ,
তোর কথাই আমার গীতার বচন ।
আমার মা-বাবা থাক না যথাতথা ,
তাদের নিয়ে নেইকো মাথা ব্যাথা ।
তোর মা-বাবা আমার স্বর্গের দেবতা ,
তুইই আমার পরম উপাস্য দেবতা  ।


তোকে ছাড়া  ভাবিনি অন্য কথা ,
তুই  আমার পরম উপদেশ দাতা  ।
তোর  কথা আমার বেদবাক্য সমান  ,
তুই আমার ইহকাল , পরকাল , ধর্ম থেকেও মহান।


        😬😬😬😬😬😬
বিকেল -৪:৪৭ মিনিট ,
২৯ /১১/২০১৮ বৃহস্পতিবার ,
কেরাণীটোলা -মেদিনীপুর ।