উড়িয়ে দিলাম ইচ্ছেঘুড়ি নীল আকাশে ওই ,
লাগাম বিহীন ইচ্ছেঘুড়ি লাটাই ,সূতা নেই ¡
যাচ্ছে ঘুড়ি উড়ে উড়ে ,যেথায় খুশী সেথা ,
যেথায় খুশী সেথায় যাবে ,কেউ ঘামায় না মাথা ¡
খেয়াল বশে কিযে লিখি বসে হিজিবিজি ,
দূর ছাই , পাইনা ভেবে কিযে লিখি আজি ¡
কাগজ কলম নিয়ে বসে ,আসেনা কিছুই মনে ,
তাইতো আমি করি খেলা ইচ্ছেঘুড়ির সনে ¡
কতই দূরে যাচ্ছে ঘুড়ি নাগাল যে নাই তার ,
তাকিয়ে দেখি আকাশ পানে খোঁজ পাই না আর ¡
যাচ্ছে ঘুড়ি ঐযে উড়ে তেপান্তরের মাঠ ছেড়ে ,
রাজ পুত্র যেথায় বসে সাতসমুদ্রের পারে ¡
যাচ্ছে বুঝি সেইখানেতেই রাজ পুত্র যেথা ,
তারই হাতে দেবে ধরা  ,করবে তারে মিতা ¡
যাচ্ছে ঘুড়ি উড়ে উড়ে ,সাতসমুদ্দূর তেরোনদীর পারে ,
রাজ পুত্তুর থাকে যেথায় ,সেই সে মধূপুরে ¡


                    ********


বিকেল-৩:৫০ মিনিট ,
০৬ /০৪ ২০১৮ শুক্রবার ,
           ডেবরা ¡