শরতে ঐ নীলাকাশে সাদা মেঘের  ভেলা ,
মেঘেল কোলে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা ।
শরৎ রানী মেঘে আড়াল ঘোমটাখানি খোলো  ,
সূয্যিমামা  এবার তোমার দরজা পাশে এলো ।
শিউলী বকুল হাসছে গাছে তুমি এলে বোলে ,
শেফালী যুঁই টগর যুথি হাসছে ডালে ডালে  ।
শিউলী ঝরা পথের 'পরে পূজোর গন্ধ ভাসে ,
পড়লো কাঠি ঢাকের 'পরে পূজা পূজা আসে ।
পূজার বাজার কেনা কাটা নেইকো যে আর মেলা ,
পেটের ক্ষিদে পেটেই মরে ঘরে ফেরার বেলা ।
টুকাই বুবাই রুমু ঝুমু দেখবে এবার পূজা ,
নেইযে তাদের নূতন জামা ,নূতন জুতো ,মোজা ।
হয়নি তাদের পূজার বাজার নেইকো কানাকড়ি ,
কাজ কর্ম নেইকো এখন শিকেয় তোলা হাঁড়ি ।
পেটের জ্বালা সইতে নারে দুয়ারে পাতে হাত ,
ভিক্ষা করে আনলে 'পরে তবেই হবে ভাত ।
নুন আন্তে পান্তা ফুরোয় অভাব অনটন ,
কিকরে নূতন জামা কাপড় কিনবে তারা এখন ।
দুর্গা পূজা বাঙলার ঘরে ঘরে আনন্দ কোলাহল ,
এ কেমন পূজো মায়ের নেইকো সেথা  সরগোল ।


      *******************
দুপুর - ১২:৪০ মিনিট ।
২৪/০৯/২০২০বৃহস্পতিবার ।
কেরানিটোলা = মেদিনীপুর ।