সূর্য চন্দ্র তারকা লয়ে করিছ খেলা ,
নভোনীলে সমীরণ সাথে সারাবেলা !
সৃষ্টি স্থিতি হয় প্রভু তোমার ইচ্ছায় ,
সবই সৃষ্টি প্রভু তোমার মহিমায় ।
মানব জাতি সকল তোমারই দান ,
জীবের জগৎ তুমি রেখেছো অম্লান ।
রবি শশী তারকাদি খেলনা তোমার ,
যেমন চালাও তারা চলে বার বার ।
হাতের পুতুল তব দক্ষ বাজিগর ,
মনুষ্য জগতে নাচে অর্বাচিন নর ।
আনমনে বসে খেল কি খেলা তোমার ,
নিরজনে ভাঙ্গা গড়া কর বার বার ।
অসীম খেলনা তোমার সসীম মাঝে ,
চন্দ্র তপন তোমার লীলায় বিরাজে ।


       *************
দুপুর - ২ :২৬ মিনিট !
১০ / ০২ /২২ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !