প্রকৃতির একি লীলা
        দিবিরাত্রি একি খেলা ।
এই মেঘ এই হাওয়া
        এই রৌদ্র এই ছাওয়া ।
এই রৌদ্র ছড়ায় আলো
        আঁধার ঘনায় মেঘে কালো ।
কালো মেঘে বিজুরী ছটা
            নামে বৃষ্টির ঘন ঘটা  ।
ঘরে বসে মন গুমরে
             চোখ ভাসে বাহির দ্বারে ।
মনে শুধু তোলপাড়
              কবে ঘুচবে করোনা কাল ।
মনে মন নাইরে
            ছুটে চলে বাইরে ।
ঐযে পূজার বাজনা বাজে
             মন না থাকে গৃহ মাঝে ।
পূজার সব আনন্দ
            হলো সবই আজ নিরানন্দ ।
গৃহ মাঝে থেকে বসে
             মন বসেনা গৃহ কাজে ।


**********************
বিকেল -৪ : ২৫ মিনিট ।
০৩ / ১০ / ২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।