একুশে ফেব্রুয়ারি তোমায় কি ভুলিতে পারি !
ভাইয়েদের খুনে রাঙা হলো যেথা একুশে ফেব্রুয়ারি ।
কত শহিদের খুনে খুনে লাল বাংলার রাজ পথ ,
স্বামী পুত্র সন্তান হারা হলো বাংলার নারী কত ।
বাংলা ভাষার রাখিতে মান শহীদ হলো ভাইদের জান ,
শানিত অস্ত্র বিঁধিল সে বুক ছুটিল সেথা রক্তের বান ।
বাংলা ভাষা মাতৃভাষা বাংলা  আমার প্রাণ ,
বাংলা ভাষার রাখিতে মান কত প্রাণ হলো বলিদান ।
কত কত মা'র বুক খালি হলো কত সন্তান পিতৃ হারা ,
কত রমণীর মুছিল সিঁথির সিঁদুর অনাথ হইল তারা ।
কত সন্তান পিতৃহারা হোল বাংলা ভাষার তরে ,
কত হাহাকার ক্রন্দন রোল উঠেছিল ঘরে ঘরে ।
এই ভাষাতেই রবীন্দ্রনাথ  রচিলেন 'গীতবিতান ' ,
এই ভাষাতেই কবি নজরুল রচেন বাংলার গান ।
এই ভাষাতেই আউল বাউল বাংলার ঘরে ঘরে ,
এই ভাষাতে "মা" বলে ডেকেছি জন্মাইবার পরে ।
একুশে ফেব্রুয়ারি তোমায় কি ভুলিতে পারি !
বাংলা ভাষা মাতৃ ভাষা  বাংলাভাষা আমাদেরই ।


      ***********************
সকাল -৯ :৩০ মিনিট !
২১ /০২ /২২ সোমবার !
রবীন্দ্রনগর  = মেদিনীপুর !