নববর্ষের আগমনে আনন্দ সবার মনে ,
যত কালিমা মুছে যাক আজ শুভদিনে ।
মন থেকে মুছে যাক যত বিষাদ পুরাতন ,
পুরানো স্মৃতি ভুলে সবাই মিলুক আপন জন ।
নববর্ষের আগমনে হিংসা ভুলে একসনে ,
মিলে মিশে এক হয়ে সব ভুলে পুরাতনে ।
ঝেড়ে ফেল দূরে মনের যত সব মলিনে ,
নববর্ষ সবার কাটুক হাসি খুশী সংঘাত বিনে ।
দ্বেষ বিবাদ যাক দূরে মলিনতা ফেল ঝেড়ে ,
একসাথে মিলে থেকো সবে যে ভাই ভাই ওরে ।
ধুয়ে ফেলো মনের কালি বুকে টেনে নাও সবারে ,
ঘুচে যাক দ্বেষ দ্বন্দ্ব ভাই কি ভাইয়ে ছাড়তে পারে ?
নববর্ষের শুভ আগমনে বাজুক মঙ্গল শঙ্খ ,
প্রতি ঘরে ঘরে জাগুক হৃদয়ের সুখ আনন্দ ।
মায়ের আশীষ মস্তকে ধরে পথে চলা হোক আরম্ভ ,
সম্প্রীতি সুখস্মৃতি গুলি মনে জাগুক চির আনন্দ ।
এসেছে নুতন বর্ষ সবার মনে জাগায় সুখের হর্ষ ,
নুতন বৎসর সবার কাটুক ভালো না আসে বিমর্স ।
নব চেতনার উন্মাদনায় যাক ভুলে যতকিছু সংঘর্স ,
একসাথে এক হয়ে মিলে মিশে কাটুক এই নববর্ষ ।
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
সকাল - ১০ : ৫৪ মিনিট ।
১৫/০৪/২৫ মঙ্গলবার ।
কলকাতা।