ধূলি উড়াইয়া ঐ ছাইছে গগন ,
শন্ শন্ রবে ঐ কাঁপিছে ভূবন ।
কালো মেঘের ভেলা নীল আকাশে ,
কোন তেপান্তরে তারা যাবে যে ভেসে ।
উড়াইয়া জ্বটাজ্বাল আসে যেন মহাকাল ,
তোলপাড় তোলপাড় লতা বৃক্ষাদি মাতাল ।
প্রলয় নিনাদে ঘোর আঁধার করি আসিছে হুঙ্কারি  ,
ভাঙ্গে শাখা উড়ায় চাল তরুবরে ফেলিছে উপাড়ি ।
কচালিয়া বিজলী লোচন বিভৎষ আর্তনাদে  ,
দম বন্ধ হয়ে আসে যেন ভয়ে আচম্বিতে  ।
প্রভঞ্জন ব'য়ে যায় চারিদিক লন্ডভন্ড করি ,
তখনই মেঘ হ'তে মুখরিত মুক্তারাশি বারি ।
কালবৈশাখীর প্রলঙ্কর রূপ হেরিয়া তখন ,
কালো মেঘের ভেলা ঢালে বারি হয় বরিষণ ।
গাছ উপড়ে ডাল ভাঙে কত বাড়ীঘর পড়ে ,
বিদ্যুতের খুঁটি উপড়েলাইনের তার ছিঁড়ে  ।
ঝড় বয় ঘন ঘন বজ্রপাত প্রবল বর্ষণ ,
তবুও তাপদাহ হ'তে স্বস্তি পেলো এ ভূবন ।


************************
সন্ধ্যা - ৬ : ৫৫ মিনিট ।
০৭ /০৫ /২২ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।