বলে খনার বচনে -
        "যদি বর্ষে ফাগুনে ,
          রাজা যায় মাগনে । "
এইরূপ মাস সব গনে ,
         সারা বৎসরের দিনক্ষনে ।


ফাগুনের আগমনে ,
          বসন্ত চনমনে ।
হেন কালে বর্ষা ,
           এলো যে সহসা ।
ছম্ ছম্ ঝম্ ঝম্ ,
          সারারাত শন্ শন্ ।
ঝড় বয় যত -
        আমমুকুল ঝরে তত ।
বসন্তের বাতাস ,
          একি হা -হুতাশ ।
বসন্তের বৃষ্টি ,
        যত রোগ সৃষ্টি ।
জ্বর ,অম্লরোগ ,
          অসময়ে দুর্ভোগ ।
বসন্তে দক্ষিনা বায় ,
            বৃষ্টির আঙ্গিনায় ।
মন মানেনা হায় ,
           ঘরে বসে থাকা দায় ।


            ********


বেলা -১১:২৫ মিণিট ,
২৫ /০২ /২০১৯ সোমবার ,
কেরাণীচটি = মেদিনীপুর ।