বসন্ত আসে বনে -
          সাজে বনভূমি ।
ফুলদল ঢল ঢল  -
      মধুপেরা আসে গুনগনি ।


ফুলরেনু ফুলদলে -
          বহিছে দখিণা বায়  ।
বাতাস বহিছে বনে -
          লতায় পাতায়  ।


বন কবরী সাজায় -
           নিকুঞ্জ ছায়ায় ,
আম্র মুকুলিত -
           মুঞ্জরিত তায় ।


কুহু কোকিলা ডাকে -
                মুহু মুহু   ,
দাদুরিয়া পিউ কাঁদে -
                 উহু উহু ।


দুলে আলোছায়া বনে -
               প্লাবিয়া দুকুল ,
প্রজাপতি ,ভ্রমরে ডাকে ,
                আয় অলিকুল ।


বনবিথীর কর্ণে দুলে -
           অতসী  স্বর্ন দুল ,
সাতনরী হার দোলে -
           আলোক লতার ফুল ।


পদ্ম ডালিয়া  তার -
           পায়ের বালা ,
মঞ্জরিত কৃষ্ণচূড়া -
             করেছে আলা ।


পলাশ ,শিমুল ,বনে ,
              করেছে রাঙা  ,
আবীরে খেলিছে হোলী -
                এলো ফাগুয়া  ।


🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷


রাত্রি -৮:৩০মিনিট ।
১৫/০২ /২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।