ফণীধরে মহীধর ,
ফণীভূষণ নাম ধর ¡
ফুঁড়ে উঠে মহীতল ,
ফাটাও ধরণীতল ¡


ফুটিল শ্বেত শতদল ,
ফেলে জল তোল কমল ¡
ফাঁক রেখনা দেব পূজন ,
ফল পাবে ,হবে শান্তি-মন ¡


ফুটন্ত ফুলের মাঝে -
ফুটে উঠে মা'র হাসি ,
ফোকাস ছড়িয়ে পড়ে-
ফেটে পড়ে আলো রাশি ¡


ফেল ফেল চেয়ে দেখে ,
ফেলারাম বাবু ওই ,
ফুড়ুত্ করে উড়ে যায় ,
ফিঙে ,শালিক ,বাবুই¡


ফুলে ফুলে উঠৈ ওই ,
ফলতা নদীর জল ¡
ফাল্গুন মাসে বনে -
ফোটে কাঞ্চন ,শিমুল ¡


ফুল ফোটে গাছে গাছে ,
ফুর্ ফুর্ হাওয়া ছোটে ¡
ফিটকিরি দিয়ে সাঁজে ,
ফুটন্ত দুধের মাঝে ¡


ফলন্ত বৃক্ষ যেমন দেয় ফুল ফল ,
ফুল ফুটিলে সৌরভ ছড়ায় অবিরল ¡
ফোকলা মুখের হাসি মিষ্টি মধুর বেশী ,
ফিক্ ফিক্ করে হাসে ,দুষ্টু মেয়েটি রাশি ¡


             *************


সন্ধ্যা -৭:৫০ মিনিট
২৮ /০৪ /২০১৮ শনিবার !
              ডেবরা !