"ভ্রুণ" রূপে প্রথম জন্মিলাম মাতৃ জঠরে ,
দশ মাস দশ দিন মাতা গর্ভে ধরিলেন আমারে ।
প্রথম ভূমিষ্ট  হইলাম মেদিনী উপরে ,
যতনে সোহাগে মাতা  প্রথম বুকে নিলেন তুলে ।
প্রথম করেছিলাম আমি মাতৃমুখ দর্শন ,
প্রথম কেঁদেছিলাম  আমি মা মা বলে তখন ।
প্রথম করেছিলাম মাতৃবক্ষ সুধা পান ,
প্রথম সুখশয্যা আমার মাতৃকোলে স্থান ।
প্রথম কথা শিখি আমি  মাতৃ মুখ হোতে ,
হাঁটিতে শিখিলাম আমি ধরে মা'র হাতে ।
প্রথম শিক্ষাগুরু হলেন সে আমার মা ,
শিক্ষাগুরু দীক্ষাগুরু প্রথম মা'ই কেবল
                             আর কেউ না ।
প্রথম আশ্রয়দাতা সে যে আমার মা ,
মা মানেই আমার প্রথম নিরাপত্তা ।
প্রথম আশ্রয় আমার মায়ের আঁচলতল ,
নিদ্রা -ক্ষুধা পেলে শুধু মা -মা বলে কেঁদেছি কেবল ।
জীবনে প্রথম ভালবাসা আমার মা ,
মা ছাড়া মনের ব্যাথা কেউই বোঝেনা ।
মা মানেই একবুক মমতা জড়ানো ,
মা মানেই সন্তানের বুকে  সাহস যোগানো ।
মায়েই আমার জীবনের শেষ বিশ্বাস ,
মা মানেই আমার জীবনে  প্রতিটি মুহূর্ত আশ ।
মা মানেই একবুক ভালবাসার আধার ,
মা মানেই সবকিছুই জানেন মা আমার ।
শরীর খারাপ হ'লে প্রথম জানেন মা ,
মা ছাড়া মনের কথা কেউ বোঝেনা  ।
বিনা স্বার্থে কেউ আমাকে ভালবাসেনা ,
স্বার্থছাড়া ভালবাসে সে যে আমার মা ।


        ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤


দুপুর-১২:৪৫ মিনিট ॥
২৬ /১০ /২০১৯ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।