চৌমাথায় ওই মোড়ের বাঁকে
               মাথায় ঝুড়ি ফেরিওয়ালা হাঁকে ,
কি নেবে বল গো...আছে
              অনেক রকমারি মনেরমতো মনোহারী ,
দামতো বেশী নয় গো -
                  আছে ঝাড়লন্ঠন বেলোয়ারী ।


আমার এই ঝুড়িতে আছে হরেক রকমারী ,
চোখ জুড়ানো মনের মতো কতই মনোহারী ।
আছে কাঁচের চুড়ি আলতা সিঁদুর হরেক টিপের পাতা ,
আছে স্নো পাউডার খোঁপার কাঁটা আর জরীন ফিতা ।
লালটুকটুক টিকলি মাথার কত রকম গহনা বাহার ,
আছে ঝুমঝুমি বল রঙ পেনসিল ছোটদেরই নকসা আঁকার ।
ক্লিপ কাঁটা আর কাজল লতা আরো কত রঙীন ফিতা ,
ঘুড়ি লাটাই লাঠিম খাতা মনের মতো খেলনা ছাতা ।
আছে মাটির গড়া জেব্রা জিরাপ মস্ত বড় হাতি ,
আছে বিড়াল ইঁদুর সিংহ শিয়াল কত খেলনা পাতি ।
কত রঙের রঙ বাহারী অঙ্গুরী আর রেশমী চুড়ি ,
ঘুনসি দড়ি ডোর মালা চিক আরও আছে কানের মাকড়ি ।


সস্তা আছে দামতো সবেই -
                  মনের মতন সবই হবে  ,
কি কি নেবে নাওনা তবে-
                শেষ হলে আর তো না পাবে ।      


     ******---******---******
দুপুর -১২ :৫০ মিনিট !
২২ /০১ /২২ শনিবার !
রবীন্দ্রনগর =মেদিনীপুর !