ছিলে পরাধীন  হয়েছো স্বাধীন ,
মনকে করেছো কত রঙীন ।


ছিলে নারী অসূর্য্যমপশ্যা
         জীবন ছিলো অমাবস্যা ,
গৃহগন্ডির বাহিরে গেলে
              হয়েছো অস্পৃশ্যা ।
সবকিছু সয়ে তুমি নারী
               হয়েছিলে সর্বংসহা ,
ছোটো খাটো নিষেধের ডোরে
            জীবন ছিলো  দূর্বিসহা ।
চোখ থাকতে ছিলে অন্ধ
              ছিলো চারিদিক বন্ধ ,
অক্ষর জ্ঞান না ছিলো তোমার
              হয়েছিলে শ্বাসরুদ্ধ ।
নারী আজ তুমি মুক্ত
                হয়েছো উন্মুক্ত ।
অযুত নারী জেগেছো আজ
         নেই তাই গৃহে আবদ্ধ ।
স্বাধীন হয়েছো তুমি
        স্বাধীন তোমার মতামত ,
ছিনিয়ে নিয়েছো অধিকার
        অধিকার পেয়েছো যথাযথ ।
স্বাধীন না ছিলে তুমি
             না ছিলো তোমার পরিচয় ,
এগিয়ে চলার সাহস পেলে
              তুচ্ছ করে লোক ভয় ।
বৈধব্য যন্ত্রনা ছিলো
                জীয়ন্তেও প্রায় মৃত ,
নিয়ম ভাঙার ভয়
               ছিলো সদা প্রতিনিয়ত ।
ছিনিয়ে নিয়েছো আজ
                 বেঁচে থাকার অধিকার ,
পেয়েছো সিঁথির সিঁদুর
                   পেলে নূতন সংসার ।


       ******************
সকাল -- 8 :40 মিনিট ।
12 /09 /21 রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।