ফুটে কত শতদল
গরবেতে ঢলঢল ¡
শিউলী ছড়ানো পথে ,
শরতের আঙিনাতে ¡
জাগে রজনী ,রজনীগন্ধা
সোহাগে ফুটেছে গাঁদা ।
রঙ বাহারী দোপাটী
সুন্দর সাজাও খোঁপাটী ¡
যুঁই ,চামেলি ,গন্ধে ভরে
সৌরভ ছড়িয়ে পড়ে ¡
মল্লিকা ,বেলা,মালতী
ফোটে আরও কেতকী ¡
গোলাপ পাপড়ী মেল
অধরে হাসিটি তোল ¡
যূথিকা ,কামিনী দলে
জবা ,জিনিয়া ,গলে ¡
হাসনুহানা ,গন্ধরাজে
চাঁপার বনে চাঁপা বিরাজে ¡
তরুলতা রঙে রাঙা ,
পারিজাত স্বর্গের শোভা ¡
কলিকা ,ধুতুরা ,ফুলে
মালা রাজে শম্ভু গলে ¡
কতশত ফুল দল
ফোটে এই ভূমন্ডল ¡


***********
বেলা -১০:৫০ মিনিট ,
৩০/০৭/২০১৮ সোমবার ,
         ডেবরা ¡