হন্যে হয়ে ঘুরছি মোরা ত্রিভূবনের চত্বরে ,
হদিস কিছুই মিলছে না আর বিশ্বে ফু -মণ্তরে  ।
উড়ছে ফানুস মরছে মানুষ  কত যে জগৎজুড়ে ,
ভাবনা বিকা তুলছে শিকা ভাবের ঘরে ভাব যে রে ।
রোগের পাড়ি মারছে তুড়ি ভাবনা সবার ঘরে ঘরে ,
রোগের ধ্বজা যায়না বোঝা আঁতকে উঠে দেশ জুড়ে ।
নূতন রোগ হয় দুর্ভোগ কি জানি কি যন্তরে ,
মনের রোগে ভুগছে সবে রয়েছে শুধু মন জুড়ে ।
এক ধাক্কায় অনেক কিছু  ভয় ভাবনা ছাড়েনা পিছু ,
নয়া রোগের কেমন ইসু অন্ধকারেই সবই কিছু ।
হাওয়ায় হাওয়ায় সংক্রমণ করছে সারা দেশ ভ্রমণ ,
ডাক্তার বদ্যি জনগণ মানষিক রোগে ভুগছে এখন ।
বিধি  নিষেধ ব্যবধান মেনে চললে কিছু সমাধান ,
ছোঁয়াছুঁয়ি সংক্রমণ  মনে জাগে শুধু  সারাক্ষণ ।
বিপদে আপদে আজ কেউই কারুর পাশে নয় ,
সংক্রমণের আশঙ্কা দেশে এলো কি দুঃসময় ।
রোগ যন্ত্রনায়  ছটপট  তার ধারে পাশে না হাঁটে ,
সংক্রমণে রোগের ভয় একি দারুণ দুঃসময় বটে ।


      ***********************
দুপুর -১ :0৫ মিনিট ।
১৩ /১২ /২১ সোমবার ।
রবীন্দ্রনগর =মেদিনীপুর