( গত ০৭/০২/২০২৭ শনিবার থকে ১১/০৩/২০১৭
বুধবার পর্যন্ত্য গ্যাঙটক ভ্রমণের  গুটি কয়েক    অভিজ্ঞতার  কথা ।)



বিদায় ,বিদায় ,গ্যাঙটক, তোমায় সেলাম করি ,
অপরূপ শোভা তোমার কিরূপ মাধূরী !
হৃদয় ,প্রাণ ,মন,মোর  করিয়াছ চুরি ,
প্রাকৃতিক শোভা তোমার আহা মরি মরি !
আবার আসিব কি না ,তাতো জানি না ,
তোমায় ছাড়িয়া যেতে মন মানেনা !
পাহাড় উপরি তব ,সারি সারি ঘর বাড়ি ,
তাহার উপরে রাস্তা ,ছুটিয়াছে গাড়ী !
পাহাড় হইতে ঝর্না নীচে পড়িছে আছাড়ি ,
স্রোতসিনী ঝর্না সেথা বহিছে খরতরি !
খরস্রোতা  প্রবাহিনী তটিনী বহিয়া যায় ,
কলকল খলখল ছন্দে পাহাড়ের গায় !
পাহাড়ের কোলে বয় খরস্রোতা তিস্তা ,
গ্যাঙটক ,সিকিম ঘিরে বহে মহানন্দা !
নাম জানা ,না জানা গাছ কত পাহাড়ের গায় ,
ছোট বড়  কত খরস্রোতা তটিনী তথায় বহে যায় !
তোমার উপরে কত ফুটিয়াছে রঙ বেরঙের রকমারি ফুল ,
লতা পাতা ঘিরিয়া উঠে ফুটিয়াছে কত বনফুল !
শাল ,পিয়াল ,পাইনের বনানী বনান্ত ,
কোথা শেষ ,কোথা সুরু ,নেই তার অন্ত !
রাস্তার পাশে খাদে  মাথা তুলে বাঁশের বাগান ,
বাঁশে বাঁশ লুটোপুটি ,আনন্দে খানখান !
পাহাড় বাহিয়া কত ঘুরিয়া  ঘুরিয়া ,
গাড়ী উঠিতেছে কত উচ্চে ,সরু পথ দিয়া !
পথ বন্ধুর সেথা ,কোথা জল ,কোথা স্থল ,
ছুটিয়া চলেছে গাড়ী ,কাল মেঘ ভাসে সেথা ,করে কোলাহল !
                 **********
বিকেল - ৫:৪৫ মিঃ ,কলকাতা ;
১৭ /০৭ /২০১৭ ,সোমবার !