পুরুলিয়া জেলার আন্চলিক ভাষা ---


জগা আর নান্টা সাঁঝের বেলায় দিঁয়ে ক্যলকায় টান,
গাঁজাখোরি গল্প জ্যুড়ে সারারাইতেই দিল ক্যাট্যান্  ।


জঃ -আমি বল্লি নান্টা চল  কেনে বিলাত থাকুন  ঘ্যুরে আইসব ,
            নান্টা বল্লেক ,যাবত বঠি ,- সিখেনে যাঁইয়ে কি খাব  ?
জঃ -ওরে বাপ্ খাবার কি মাংগা বঠি ,ইটা ভাবলি কেনে  ?
       মুঢ়ি ,চিঁঢ়া ,ব্যাঁধে লিয়ে চল্যে যাব রেলে ক্যরে উখেনে ।
       হেথার লে  সটান্  বাসে যাঁইয়ে  ,তার  থকুন  ভ্যানে ।
নাঃ - মটর বাসেই যাব ,উড়াজাহাজে  যাব নাই কেনে  ?
জঃ - মন ইচ্ছা পঢ়ে ত য্যাতে প্যারভ ,তবে মেলাই পয়সা ল্যাগবেক্  ।
নাঃ - ত--লাগেত লাগুকনা কেনে ,উড়াজাহাজে চল আগে চ্যাপব ।
        হ্যাঁ রে - জগা ,বিলাত যাঁইয়ে নুঙ্গি প্যরভি ন শুদা গামছাই পরভি ?
জঃ - গামছা কি প্যরভ রে ,উখেনে ধূতি প্যরভ আর গাঞ্জি উড়ব্য ।
নাঃ -আর গামছা না লিলে মুঢ়ি শ্যানব কিসে ?
জঃ - খামছা লেগে কি হবেক্ ! মুঢ়ি শ্যানব শাল পাতের ডিসে ।
নাঃ - আর উখেনে সাহেবরা আমদের সঙ্গে গপ্প ক্যরবে ?
জঃ - গপ্পত ক্যরবেই , ভ্যান লিহে সঙে সঙেই থ্যাকবেক ।
নঃ - হ্যাঁ রে ,সাহেবরা মাথায় উটা কি দ্যেই বঠে ,কেমন পারা দ্যখতে ?
জঃ -উটা "হালিকাপটার " বঠি ,মাথায় প্যরতে ।
নাঃ - হালিকাপটার বঠি ,ওঃ...!বাটির লেখেন ছুটু  ?
জঃ - আরে .. হুঁ হুঁ ,ঐ রকমেই বঠি  ছুটু মুটু  ?
নাঃ - হ্যাঁ রে - আমরা কি সাহেবদের সঙেই থ্যাকব ?
জঃ - হঁ  রে হঁ ,উয়াদের সঙেই থ্যাকব  আর ঘুরব ।


      শ্যানব>মাখব ,উড়ব > গায়ে দেওয়া ,পারা >মত , লেখেন>মতন , লে >থেকে ।


🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾  
রাত্রি - ১১ :৫০ মিনিট ।
০৭ /০৫ / ২০১৬ শনিবার ।
কোলকাতা ।