গরমে নরম হয়ে বুক করে ধড়পড় ,
মুখেতে না রুচে আহার গায়ে আসে জ্বর ।
বাইরেতে পথ ঘাট রোদ্রেতে করে ধূ ধূ ,
গরমের হাওয়া যেন বহিতেছে ' লু' ।
ঘরের বাইরে গেলে সানস্ট্রোকের ভয় ,
পথে ঘটে বয়স্করা স্ট্রোকে এটাক্ হয় ।
জীবন করে আয়ঢায় ,গরমেতে টিকা দায় ,
ঠান্ডা জল ,ঠান্ডা পানীয় ,শুধু প্রাণ চায় ।
গরমেতে আক পাক প্রাণ যায় যায় ,
ঠান্ডা জল ঠান্ডা করার নেইকো উপায় ।
নেইতো ঘরেতে ফ্রিজ , এয়ারকণ্ডিসাণ ,
গরমে কী করে সবে বাঁচাবে জীবন  ।
সবারতো নেইরে ভাই ঐশ্বর্য বৈভব ,
নিম্নবিত্ত , মধ্যবিত্ত , কোথা পাবে সব ।
গরমেতে না খেতে পেরে  জুটছে অসুখ ,
নেই ফ্রিজ , এয়ারকণ্ডিসান , কোথা পাবে সুখ ।
দুর্ধর্ষ রোদ্দুর যেন সিংহের থাবা ,
ঘরের বাহির হলে পুড়িতেছে গা ।
রৌদ্রের প্রকোপে মাটি ফাটে , পোড়ে দেহের চাম ,
বৃষ্টির দেখা নেই .বিধি হইল বাম ।
গরমের থাবা বুঝি হরিবে জীবন ,
প্রাণ রাখা দায় , বুঝি হইবে মরণ ।


       ************
বিকেল -৪:১৫ মিনিট ,
১৬ /০৬/২০১৯ রবিবার ।
কেরাণিটোলা =মেদিনীপুর ।