এই মেয়ে তুই যাচ্ছিস কোথা গায়ে হলুদ দিয়ে ?
  জাননা কি !আজকে আমার গায়ে হলুদ  ,
                              কালকে আমার বিয়ে ।
মেয়ে বড় হলে তাকে রাখতে নাই বাপের ঘরে ,
বিয়ে দিয়ে শ্বশুর ঘরে পাঠিয়ে দেয়  যে তারে ।


বুঝেছি ,তোর মেয়ে জন্ম পরের তরে -
                            তুই যাবি পরের ঘরে ।
মেয়ে বলল মেয়েরা যে পরগাছা পরের উপর নির্ভর করে  ।
ওরে অবুঝ মেয়ে -মেয়ে যদি না থাকতো -
কেমন করে ফুল ফুটতো ,ফল ধরতো ,সৃষ্টি হতো ?
অভিমানে হেসে বলল মেয়ে -
                 সব কিছুই যদি মেয়ের জন্য ,
তবে সব বাধা ,নিষেধ ,নিয়ম ,মেয়ের জন্য কেন ?
পাগলী ,অভিমানী মেয়ে অভিমান আঁকিস কেন চোখে ,
তুই না ঘর ছাড়লে ওরে জগৎ সংসার
                                 কেমন করে চিনবে তোকে ?
কেমন করে সৃষ্টি হবে ,ফুল ফুটবে ,ফল ধরবে গাছে ,
যত কিছু সুন্দর সাজানো বাগান সবই তোর কাছে ।
তুই সংসার বাগান সাজাস ,গৃহলক্ষ্মী তুই ঘরে ,
তাইতো তোকে নিয়ে গিয়ে ঘরে প্রতিষ্ঠা করে  ?
মেয়ে  যদি না থাকতো সৃষ্টি স্থিতি হতো লয় ,
মেয়ে না থাকলে স্নেহ ,মায়া ,মমতা ,ভালোবাসা ,
                                   রইতো না জগৎময় ।
               ***************
১১:৫০মিনিট ।
০৬ /০৫ /২০২০ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।