ঘ্যান  ঘ্যান করে শুধু ঘনারাম ত্রিপাঠী  ,
ঘুরে ঘুরে ঘাম ঝরে ,খান পরিপাটী ।


ঘোল দিয়ে খায় ভাত ঘোড়ার সহিস ,
ঘড়া ভরে জল আনে শ্যামা ওসতীশ ।


ঘুঙুর পায়েতে বেঁধে ঘঙরু নাচে ,
তা-ঘেনা ,তা-ঘেনা ,ঘেনা বাদ্যি বাজে ।


ঘনশ্যাম গায়ে ঘাম চলে রাস্তায়  ,
ঘনঘোর কালো মেঘে বিজুরী চমকায় ।


ঘাগরা পরিয়ে ঐ চলে ব্রজবালা ,
ঘি দিয়ে ঘিভাত খেতে বড় ভালা ।


ঘনঘন ফেলে শ্বাস সময় ঘনায়  ,
মাথার ঘিলুতে শুধু রক্ত ক্ষরায়  ।


ঘৃতকুমারী ভেষজ ওষধি গাছ ,
বহুবিধ উপকার এই গাছের মাঝ ।


ঘুমেতে ঢলিয়া  পড়ে ঘাসের উপর ,
ঘ্যান্নায় সবে বলে এই উঠে পড় ।


ঘুরন্ত ঘুর্নির বহে যে বারতা ,
ঘুড়ি উড়ায় সবে লয়ে লাটাই সূতা  ।


ঘুঘু ডাকে পাতার ফাঁকে গাছের ডালে  ,
ঘোলা জলে স্নান করে সাঁতার জলে ।


    ●●●●●●●●●●●●●●●●●●
বেলা -১০:২০ মিনিট ।
১৬ /০৭ /২০১৯ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।
                                                          
  ঘৃতকুমারীর অপর নাম >অ্যালোভেরা ।