এক দুর্গা পাথর ভাঙে পেটে ক্ষিদের জন্য,
এক দুর্গা কাদা ঘেঁটে চাষে ফলায় ধান্য ।
এক দুর্গা সারাটাদিন রিক্সা টানে পথে ,
এক দুর্গা একশ' দিনের কাজে মাটি কাটে ।
এক দুর্গা রাস্তার উপর পিচ ও পাথর ঢালে ,
এক দুর্গা চুনো মাছ ধরছে খালে বিলে ।
এক দুর্গা সংসারেতে হাড় খাটুনি খাটে ,
এক দুর্গা কাজ না পেয়ে ভিক্ষা মাগে পথে ।
এক দুর্গা কাজের লাগি হন্যে হয়ে ঘুরে ,
এক দুর্গা খাদ্যাভাবে ধুঁকে ধুঁকে মরে ।
এক দুর্গা কাঠ কুড়িয়ে বাড়ী বাড়ী বেচে ,
এক দুর্গা লোকের বাড়ী ঘুরছে বাসন মেজে ।
এক দুর্গা হাড়ভাঙা খাটুনি খেটে পয়সা আনে বাড়ী ,
সেই পয়সা আনলে পরে চড়বে ভাতের হাঁড়ি ।
এক দুর্গা ঘর সামলে বাইরে কাজে যায় ,
এক দুর্গা এতো খেটেও বিশ্রাম না পায় ।
এক দুর্গা ঘর সামলে বাইরে সামলে চলছে অহরহ  ,
এই দুর্গা ঘরে ঘরে  দেখি যে প্রত্যহ ।
সন্তান পালন স্বামীর যতন পরিজনের সেবা ,
এই দুর্গাই বাইরে গিয়ে দেয় যে পরিষেবা ।
এইমত কতশত দুর্গা দেশে আছে ,
না খেয়ে দিন কাটছে ,তাদের কথা ভাবছে বল কে ?


         *****************
বিকাল -৪ :১৮ মিনিট ।
১২ / ১০ / ২০২০ সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।