ঊষার আলো ডাকে ভোরের পাখী ,
                আর  ঘুমিওনা তুমি জাগলে নাকি ?
সূর্যসোনা রোদ ছড়িয়ে আলো  ,
             সোনা  রোদ গায়ে মেখে লাগছে ভালো  ।
মনময়ূরী মন পেখম তুলে ,
                ছন্দে ছন্দে নাচে দোদুল দুলে ।
চোখের নাম তাই নীলাঞ্জনা ,
                 মনে মনে ভাবি তুমি কেন আসনা  ।
মনের গরাদ ধরে দেয় যে উঁকি  ,
                   দেখবে বলেই সেই সূর্যমূখী ।
আনমনে বসে সেই নিরজনে ,
                  পূবদিগন্তে ঊষার আগমনে ।
ঊষারানী দেয় উঁকি পূবেতে বসে ,
                  ওঠ ওঠ খোকা খুকু ভোর হলো যে ।
সূর্যমূখী তার মুখটি তুলে ,
                  কি যেন মনের কথা তাহারে বলে ।
সূর্য বলে ওঠ সবাই এখন ,
                  কর্ম কর ঘুমে থেকোনা  মগন ।


    *******************
সকাল - ৮ :৩০ মিনিট ।
০৭ /০৩ / ২১ রবিবার ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।