হাঁদা ভোঁদা গোবেচারা ,
ঘুরে ঘুরে সর্বহারা -
জীবনটাই তার ছন্নছাড়া ,
তাইতে সে বুদ্ধিহারা ।
      
হেথা হোথা ঘুরে মরে ,
উদোর পিন্ডি ভুদোর ঘাড়ে ,
যেথায় যা পায় খেয়ে মরে ,
সেই দিয়ে  পেট ভরে  ।


কতকি ফন্দি অকর্মার ঢেঁকি ,
কুঁড়েমি,কতকিছু বুজরুকি ।
যেখানে  সেখানে ঘুরে বেড়ায় ,
শুধু ভালো মন্দ খাবার ধান্দায় ।


হিংসায় সদা উন্মত্ত ,
পরশ্রী কাতরেও সিদ্ধহস্ত ।
খল রোগে ধরে যারে ,
কারুর উপকার না করে ।


যখন যেখানে যায় ,
লালসা তার ষোল আনা-ই।
কিছুতেই নাই অরুচি ,
সব কিছুতেই অভিরুচি ।


শয়তানের ডিপো ভারী ,
মুখে কথার ফুলঝুরি ।
দেখতে যেন গোবেচারা ,
মনটা শয়তানিতে ভরা ।


***************
বিকাল - 4:13 মিনিট !
08 /09 /21 বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !