গোধূলি বেলায় গোঠের গরু ফিরে এলো ঘরে ,
গোঠের রাখাল গোঠের গরু নিয়ে এলো ফিরে !
গোধূলি বেলায় ঘরে ঘরে সন্ধ্যাবাতি জ্বলে ,
পাখীরা সব বাসায়্ ফেরে সেই সন্ধ্যাকালে !
পুকুর পাড়ে ,গাছের 'পরে জোনাকি দেয় আলো ,
ধীরে ধীরে রাত্রি নামে ঘনিয়ে এলো কালো !
গোধূলির ঐ পূবাকাশে রঙে রঙের মেলা ,
পশ্চিমেতে অস্তরাগে আবীরে আবীর খেলা !
পাখীরা সব কুলায় ফেরে গোধূলি লগনে ,
শন্ শন্ শন্ মলয় বাতাস বইছে ক্ষনে ক্ষনে !
গৃহস্থেরই বধূরা সব সেই সধ্যাবেলায় ,
তুলসী তলায় প্রদীপ জ্বালে ,আঁচল দিয়ে গলায় !
গোধূলী লগন বয়ে যায় ,সন্ধ্যা আসার কালে ,
মাঝিরা দাঁড় বেয়ে বেয়ে,ফিরে আসে কূলে !
দাঁড় বেয়ে ঐ মাঝি ধরে ভাটিয়ালি গান ,
ঢেউয়ের তালে জলতরঙ্গ তুলেছে ঐ তান !


               *********
বেলা ১০:০০ টা ,ডেবরা
২১ /০৬ /২০১৭ ,বুধবার !