গোধূলি বেলায় গোঠের গাভী ফিরলো গোয়াল ঘরে ,
গোঠের রাখাল গোঠের ধেনু নিয়ে এলো ফিরে ।
গোধূলি বেলা সন্ধ্যা প্রদীপ তুলসী তলায় জ্বালে ,
পাখীরা সব কুলায় ফিরে সেই সন্ধ্যা কালে ।
পুকুর পাড়ে বকুল গাছে জোনাকি দেয় আলো ,
ধীরে ধীরে রাত্রি নামে , ঘনিয়ে এলো কালো ।
গোধূলির ঐ পূব আকাশে ,আঁধার করে বেলা ,
পশ্চিমেতে সূর্য্য করে আবীরে হোলী খেলা ।
পাখ-পক্ষী ফিরছে নীড়ে গোধূলী লগনে ,
শন শন শন মলয় বাতাস বইছে ক্ষনে ক্ষনে ।
গৃহস্থদের  বধূরা সবে সেই সন্ধ্যা বেলায় ,
দ্বারে দ্বারে প্রদীপ দেখায় আঁচল দিয়ে গলায় ।
সেই লগনে মাঝিরা সবে দাঁড় বেয়ে যায় ,
খেয়ার ঘাটে গাঙ্গের পারে ভাটিয়ালি গায় ।
খেয়ার ঘাটে গাঙ্গের পাড়ে ছলাৎ ছলাৎ জল ,
দেখছি বসে  গোধূলি বেলা রূপসি হিল্লোল ।


        🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃


সকাল ১০:00 টা  ।
২১ /০৬ /২০১৭ বুধবার ।
ডেবরা ।