ওরে গোলাপ তুই রে সুন্দরী গোলাপ ,
তুই যে  আমায়  মনের বেহাগ ।
কোথায় রে তোর বাস ,
তুই থাকিস রে বারোমাস  ?
তুই থাকিস ফুল বাগিচায় ,
আবার বাস যে তোর বাড়ীর আঙ্গিনায় ।
তোকে দেখি মন্দিরে মন্দিরে  ,
আবার দেখি বাসর ঘরে ।
দেবস্থানে দেখি দেবতার পায় ,
আবার গোরস্থানে উপরে তোর শোভা তায় ।
তুই থাকিস দেবালয়ে ,মসজিদে ,
আবার দেখি তোরে চর্চেও বা গির্জাতে ।
তোকে সাজায় ঠাকুর ঘরে ,পটে ,
আবার ফুলের টবে ,ঠাকুর ঘটে  ।
তুই থাকিস ফুল শয্যায় ,
আবার থাকিস শবের গায় ।
বিবাহ বার্ষিকীতে দেখি , দেখি জন্মদিনে ,
আবার  দেখি ফুললোংকারে শুভ অন্নপ্রাশনে ।
হেথায় হোথায় রে তোর অবাধ বিচরন ,
যখন যেথায় রে তুই  থাকিস যখন তখন ।


     🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


দুপুর - ২:২০  মিনিট ।
১১/০১/২০২০ শনিবার ।
কেরানিটোলা = মেদিনীপুর ।