কত দেশ ঘুরি , কত দেশ ভ্রমি ,কতকাল পরে ,                    
আবার আসিলাম মাগো তোমার কোলে ফিরে !
একটু সুখ ,একটু স্বস্তি ,একটু শান্তি পাবো বোলে ,
ভালোবেসে , আদর করে ,বুকে টেনে নাওমা তুলে !
ফিরায়ে দিওনা মাগো ,দিওনাকো দূরে ঠেলে  ,
হেথা আছে সর্ব সুখ ,স্বর্গ সুখ ,প্রাণ জুড়াবো শীতল জলে !
যেথা বাস,সুখাবাসে ,স্নীগ্ধ সমীরন আসে ,
তবু মোর সেই গ্রাম স্বপ্নে ,জাগরনে ভাসে  !
শিশুকাল ,শৈশব স্মৃতি ,জড়ায়েছে  তোমা 'পরে !
যৌবনের সুখস্বপ্ন কত কাটায়েছি  সোহাগে আবেশে ভরে !
ধূলি'পরে জন্ম নিলাম ,কত ধূলি গায়ে মাখিলাম ,
সোনা  রৌদ্দুর গায় মেখে  ,কত কাঁদিলাম ,হাসিলাম !
যতদূরেই ,যেস্থানেই যাই ,যত বৈভবে  কাল কাটাই ,
এমন সুখ,এমন শান্তি ,এত স্বস্তি কোথাও নাহি পাই !
যেখানেতে যাই ,শুধু দেখি নিষ্প্রাণ ,নিস্তব্ধ ,বধির কোলাহল ,
নাই প্রাণ ,সভ্যতা ,সৌজন্যতা ,মনুষ্যত্ব ,লোকাচার আনন্দ বিহ্বল !
শিশুর সারল্য হেথা পরস্পর মনো আলাপন ,
হোথা নাই ভাষা ,নাইসারল্য ,বাক্যহীন যন্ত্র মানবের মতন !
হোথা রেলের ঝমঝম ,বাস ,ট্রাম ,টেক্সির গোঁগানী গোঁ গোঁ ,
রিক্সার প্যাঁক প্যাঁক ,জনারন্যের কলরব ,উড়োজাহাজের ভোঁ ভোঁ !
হেথা যেন গৃহখানি বাক্স বন্দি  ,মনেহয়  যেন জেলখানা ,
দুষ্কর্ম ,কূকর্ম করিলে শাস্তি যেমন ,এই  তার ঠিকাণা  !
যত সুখ শান্তি যেন সবুজে সবুজে ঘেরা এই গ্রামে ,
মন ধেয়ে ধেয়ে আসে ,বুকভরা শান্তি এইখানে (লালগড়ে ) !
হোথা নাই বারমাসে তেরো পার্বন ,রথযাত্রা ,দূর্গাপূজা আর পৌষমেলা !
টুসুগান ,ভাদুগান ,কালীপূজা  আর চড়েকর মেলা !
তাই আমি বার বার হেরি গো তোমায় , ওগো জন্মভূমি ,
লতা,পাতা ফুলে ,কাদা ,মাটি ,জলে , হেরি গো ভূবনমোহিনী !
তাই বার বার আসি ফিরে তোমা কাছে ওগো জননী ,
তোমা পানে চাই জীবন জুড়াই  ,শান্তিতে ভরে যায় মনে !


                     **********
০৩/০৯/২০১২ ,সোমবার
রাত্রি -১০:৪৫ মিঃ  ,বসন্তপুর !