কুমোর পাড়ায় গড়েনা হাঁড়ি
                চলেনা গরুর গাড়ী ,
এখন দেখি মাটির হাঁড়ি
        শো -কেসে সাজানো বাহারি  ।


বাজার বসেনা সেথা সপ্তাহ ধরে
            কেউই যায়না আর পদ্মার পারে ,
ফ্যাল্ট আর সপিং মলে কত শত
         বক্সিগঞ্জে দালান বাড়ী উঠছে অবিরত ।


আনাজ সবজি আনছে হোথা
                 গ্রামের চাষীর দল ,
কম দামেতে পাইকারেরা
                 কিনছে সবজি আর ফল ।


বিগবাজারে যাচ্ছে সবে
                আনাজ সবজি নিয়ে ,
ফল সবজি রাখছে সব
               ফ্রিজের মধ্যে গিয়ে  ।


টাটকা আনাজ যাচ্ছে
             যত শপিংমলে  ভাই ,
সেথা বেশী পয়সা দিয়ে
             আমরা  বাসি সবজি খাই ।


মেঠো পথ নেইকো সেথা
            আছে পাকা রাস্তা পড়ি ,
গরুর গাড়ী চলে না সেথা
             ছুটে চারচাকার গাড়ী ।


মাটির ঘর নেইকো সেথা
            নেইকো সবজির বাগান ,
পুকুর খানা ভাতিয়ে দিয়ে
              উঠেছে বড় ফ্ল্যাট দালান ।


   ×××××××××××××××××××××××××××
দুপুর - ১২ :১৫ মিনিট ।
০৬ /০৬ /২২ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।