মাটিতে নিকানো ঘর
দাওয়াগুলি মনোহর ,
সম্মুখেতে মাটির উঠান ।
বাগানেতে ঘেরা মাচা
তথায় করলা লতা  ,
মাচা বেয়ে করেছে উত্থান  ।
পুঁইলতা পাতা মেলি
লতায়ে লতায়ে চলি  ,
চারিদিকে ঘেরিছে সে স্থান  ।
হলদে ,রক্ত গাঁদা ,
নীল -সাদা অপরাজিতা ,
শোভা পায় মধ্য বাগান  ।
যুঁই ,টগরের সনে  -
মাথা তুলে দুইজনে   ,
দুজনে রত আলিঙ্গনে ।
গোবরে উঠানে নিকা
তাতে আল্পনা আঁকা  ,
তুলসী মঞ্চ মধ্যখানে  ।
প্রতিদিন সন্ধ্যাকালে
গৃহস্থবৌ প্রদীপ জ্বালে
সেই তুলসীর  তলে ।
প্রতি সংক্রান্তি, বৃহস্পতিবারে ,
লক্ষ্মী পূজে ঘরে ঘরে ,
লক্ষ্মী আরাধনা আর পাঁচালী পাঠ তরে ।
ছেলেরা সকলে মিলে
কত শত খেলা খেলে  ,
প্রত্যহ বিকালের কালে ।
প্রতিমাসে পূর্ণিমায়
সত্য নারায়ণের পূজায় ,
পাড়ার সবাই জড় হয়ে  ।
পূজা শেষে পুঁথি শুনে
অঞ্জলী ,আরতী শেষে ,
সিরনি নেয় সবে আনত বয়ানে ।
বিকালে উঠান পরে
বুড়ো বুড়ী সমস্বরে  ,
পুরাণ ,পুঁথি ,পাঠ করে ।


   ❤ ❤🙏 🙏 🙏 🙏 🙏❤ ❤


দুপুর - ১২ :৩২ মিনিট ।
০১/১২/২০১৯  রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।