পরকে তুই করিস রে ঘর ,
                ঘরকে করিস পর ।
আপন সুখে মজলিরে তুই ,
                   এমন স্বার্থপর  ।


রসনা পরিতৃপ্ত লাগি -
             ছাড়িস নিজের ঘর ,
খাবার কিছু দেখলে পরে-
              জিভে আসে জল ।


লেখা পড়ায় ডিগ্রীধারি ,
              বুদ্ধি নেই তোর ঘটে ।
প্রতি পদে বেফাস বলিস ,
                মানে নেইকো মোটে ।


নিজের সুখের লাগি রে তুই -
                 ছাড়িস নিজের বাড়ী ,
রোগ অসুখ ধরে যখন ,
                  ফিরে  আসিস  বাড়ী ।


খল ,হিংসাতে,মনটি ভরা ,
               গুমরে গুমরে মরিস ।
বসে বসে শুধু রে তুই ,
                নিজের সুখেই ভাবিস ।


কৌতূহলে মনটি ভরা ,
                শয়তানের ডিপো ।
নিজের স্বার্থ ভালই বুঝিস ,
                 থাকিস সেজে নেকো ।


    
               ************
দুপুর -১২:৪৩ মিনিট ,
০২/০৫/২০১৯ বৃহস্পতিবার ।
কোলকাতা ।