নীলাকাশে ভাসিয়ে দিয়ে সাদা মেঘের ভেলা ,
ঘাসের আগায় শিশির ধরে সকাল সন্ধ্যাবেলা ।
পঞ্চমীর ঐ শরৎ শশী হাসছে বাঁকা হাসি ,
তাইনা দেখে মন যে আমার হয়েছে উদাসী ।
মন্ডপে মন্ডপে আজ দুগ্গীর আমন্ত্রণ ,
মহাষষ্ঠীর সকাল আজ দেবীর উদ্বোধন ।
সপ্তমী তিথিতে নবপত্রিকার আনয়ন ,
সিংহস্কন্ধারূঢ়া দেবীর মর্ত্যে আগমণ ।
পশুপরাজের পিঠে দেবী আসবেন ধরাতে ,
কার্তিক আর  গনপতি আছে মায়ের সাথে ।
মায়ের সাথে আসেন কন্যা লক্ষ্মী সরস্বতী ,
পুত্র কন্যা সঙ্গে মর্ত্তে আসেন ভগবতী ।
সিংহারূঢ়া মহাদেবী দশপ্রহরন ধারিনী ,
অসুর নাশিনী দেবী মহিষাসুর মর্দিনী  ।
সর্বংসহা হৈমবতী ত্রিশূল ধারিনী ,
সৃষ্টি  স্থিতি বিনাশানাং ভবেশ ঘরনী ।
গৌরীর আগমনে রানীর আনন্দ না ধরে ,
উমা এলো মায়ের কাছে বুকের মাঝারে ।
তিনদিনের তরে সতী এলো গিরিপুরে ,
জগৎবাসী আনন্দে তাই সাজে অন্তঃপুরে ।


     *****************
বেলা - ৩ : ৩২মিনিট ॥
২১ /১০/২০২০ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।