দৈহিক শক্তিতে পুরুষেরা নারীদের থেকে
চিরকালই বেশী ,পরাক্রমশালী ।
তাই তারা নারীদের দৈহিক শক্তির সুযোগ
নেয় ,পরাক্রমশালী হায়নার মতো ।
নারীদের সরল ,সহজ ,স্নেহ ও ভালবাসার -
সুযোগকে হাতছাড়া করেনা ।


এই অভাগিনীদের মত কত মায়েই না রয়েছে -
যাদের প্রতিবাদ ,প্রতিরোধ ,প্রতিবিধান ,
করার শক্তি নেই ,স্বামর্থ নেই ,যাদেরকে
বিক্রমশালী ,শক্তিশালী ,লোলুপ পিশাচের
কবলে পড়তে হয় ,যারা জোর করে  -
নারীদের ভোগকরে  ছেড়ে পালায় আর
জন্ম নেয় এক ফুলের মত শিশু ।


পথেরধারে ,ফুটপাতে ,ষ্টেশনে ,কত
কত নারীই আজ অসহায় ।
এদের পাশে দাঁড়াবার মতো কি
আজ কেউ নেই ?


আর এই নরপশু পিতা কতই না রয়েছে ,
যারা সন্তানের জন্ম দিয়ে পালিয়ে যায় !
কর্তব্য টুকুও করেনা ,ধর্মের ভয় নেই ,
সামান্য মনুষ্যত্বকে জলাঞ্জলী দিয়েছে ।


হায়রে অসহায় নারী -- এখনো কি তোমরা নিরবে রবে ।
প্রতিবাদের ভাষা কি তোমাদের নেই ?
কেন বাকরুদ্ধ আজো - স্নেহ ,ভালোবাসায় ?
তার মূল্য কি তোমায় দিয়েছে পশুরূপী নর ?
তোমাদের এতো সরলতা কেন ?
দুর্বল চিত্তকে দৃঢ় কর , অভিনয়ের প্রতারণায়
ভুলে যেওনা তোমার অস্তিত্ব ,তোমার শক্তি ।
তোমার নারীত্বের অবমাননা হতে দিওনা ,
তোমার নারী শক্তির অবক্ষয় হতে দিওনা ।
ভুলে যেওনা তোমরা মহাশক্তির অংশ ।


       **************
সন্ধ্যা - ৫:০৫ মিনিট ।
২৮ / ০৮ /২০১৯ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।