হলুদ হলুদ পাখীটি ,
হলুদ হলুদ গা --
হলুদ ডানায় হারিয়ে গেল ,
সবুজ  সিমানা ।


সন্ধ্যে যখন আসল ধেয়ে ,
হলুদ পাখী আসল নেয়ে --
সবুজ বনের হলুদ পাখী ,
বসল বাসায় গিয়ে ।


মনে যে তার অনেক আশা ,
ছোট্ট একটি  বাঁধবে বাসা --
বর বৌয়েতে থাকবে সেথা ,
বাচ্চা নিয়ে খাসা  ।


সবুজ বনের হলুদ পাখী ,
ভাবনা কি তার বল দেখি --
চার জনেতে মনের সুখে ,
থাকবে তারা সুখী ।


খাবে তারা যা জুটে তাই ,
তাতে তাদের সন্দেহ নাই --
সুখে  দুঃখে থাকবে সুখে  ,
আনন্দের নাই ঠাঁই ।


ছোট্ট বাসা খড় কুটোতে ,
থাকবে তারা চার জনাতে --
ছা' পোষা  সেই দুই পাখীতে ,
মিষ্টি সুরে গান গায় ।


কল্পলোকের জল্পনাতে ,
মজলো তারা চার জনাতে --
বাঁচবে তারা আনন্দেতে ,
নাচবে তারা দুই ঠ্যাংগেতে -তাথৈ তাথৈ ।


     ⊙⊙⊙⊙⊙⊙⊙⊙⊙⊙⊙⊙


রাত্রি -৯:৪০ মিনিট ,
১২ /১১/২০১৮ সোমবার ,
কেরাণীটোলা --মেদিনীপুর  ।