সোনালি সেই দিনগুলি সব হারিয়ে গেছে ওরে  ,
সোনামাখা দিনগুলি আর আসবেনাকো  কিরে ?

হারিয়ে গেছে দিনগুলি সব আসবেনা আর হায় ,
ঐযে হোথায় কুঞ্জছায়ায় ডালে বসে বুলবুলি গান গায় ।


আম কাঁঠালের ডালের 'পরে ঐ শোনা যায় দোয়েল যে দেয় শিষ্ ,
সে সব এখন হারিয়ে গেছে যতই খুঁজি তার আর কোন পাইনা যে হদিস ।


আম বাগানের রৌদ্র ছায়ায় ডাঙগুলি সব খেলা ,
কখন বেলা যায় যে বয়ে আসে দুপূর বেলা ।


আলের 'পরে ছাগল ছানা ডাক পাড়ে তার মাকে ,
কোলে তুলে মায়ের কাছে দিই পৌঁছে তাকে ।


ছাগল ছানা মাকে পেয়ে খুব যে খুশী মনে ,
দুধ খেয়ে সে ঘুরে বেড়ায় মায়ের সনে সনে ।


নদীর জলে সাঁতার কেটে মাছ ডুবুরির খেলা  ,
মা'র বকুনি বাবার চাবুক থাকতো রে ভাই তোলা ।


হারিয়ে গেছে দিনগুলি সেই বিকেল বেলা দাওয়ায় চাটাই পেতে  ,
রামায়ণ আর মহাভারত পড়তো  বসে গিন্নিরা এক সাথে  ।


বিকাল বেলা কলসি কাঁখে বৌ-ঝিয়েরা যায় সে নদীর ঘাটে ,
সুখ দুঃখের গল্প কত কয় যে  সবার সাথে ।


গোধূলি বেলা গোয়াল ঘরে গরু ফেরার কালে ,
গৃহস্থের সব বৌ-ঝিয়েরা তুলসী তলায় প্রদীপ খানি জ্বালে ।


আঁধার কালো ঘনায়ে যখন  পুকুর পাড়ে গাছের ডালে ডালে ,
ঝিঁঝিঁ পোকা ডাক ছাড়ে আর জোনাকি আলো জ্বালে ।


শীতের বেলা শিয়াল যখন হুক্কাহুয়া ডাকে ,
ভয় পেয়ে ছুট্টে গিয়ে জড়িয়ে ধরি মাকে।


হারিয়ে গেছে দিনগুলি সব আসবেনা আর ফিরে ,
হারানো সে দিনগুলি সব পড়ছে মনে বারে বারে ।


           ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
সকাল -৯:২৭ মিনিট ।
২২/১১/২০১৯ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।