সূয্যিমামা পাটে যখন অস্ত যাওয়ার কালে ,
সন্ধ্যারানী নামতে থাকে ধরিত্রীর কোলে  !
           অস্তরাগে ,রক্তরাঙে যেন পাহাড় গায় ,
           রক্তসন্ধ্যা নামে দেখে আকাশ রেঙে যায় !
নীলাকাশে চন্দ্র হাসে ,তারাদেরই মেলা ,
শরতের ঐ হিমেল হাওয়া তাদের সাথে খেলা  !
              ঘাসের আগায় শিশির ধরে বিন্দু বিন্দু জল ,
               ভোরের  অরুন রাগের ছোঁয়ায় করে  যে ঝলমল !
ছোট ছোট বালুকনা গড়ে মরুদ্যান ,
ছোট ছোট ফুল বাগিচায় সাজে ফুলবাগান !
                  বিশ্বাসে ,ভালবাসায় ,গড়ে সুখের সংসার  ,
                  অবিশ্বাসে ,অবহেলায় ,হ্য় ছারখার !
মাতৃকোলে  শিশু হয় যেমন সুন্দর ,
ফুল বৃন্তে ফুল থাকে তেমনই সুন্দর  !
                   স্বদেশে বাস আর নিজ গৃহে বসবাস ,
                   শান্তির নীড় যেন আর সুখের আবাস !
পরদেশে ,পরগৃহে ,নেই কোন আশ ,
হীন -পরাধীন থাকা যেন নরক বাস !
                       ভালবেসে -ভালবাসা নিতে হয় কেড়ে ,
                        ভাল না বাসিলে হারে জগৎ সংসারে !


                         ************
রাত্রি - ৮ঃ৪৫ মিনিট ,
২৫/০৯/২০১৮ মঙ্গলবার ,
৭ ই আশ্বিন ১৪২৫,
অলটেন - সুইজারল্যান্ড !