রাত্রি বেলা ঘুরতে গেলাম হস্ত শিল্প মেলা ,
হিম ঠান্ডা হাড়কাঁপানো যেন বরফ ঢালা ।
নানান রকম কুটির শিল্প বসেছে হোথা ,
বাঁশ , বেত , মাটি , কাগজ , কাপড়ের কাজ আর  কথকতা ।
নানান ধরণ মাটির পুতুল , মুখোস , জন্তু , জানোয়ার ,
রকমারী রঙ বাহারি গরম পোষাক , পশমের বাহার ।
ফেলে দেওয়া ছোবড়া -খোলায় বানান খেলনা ,
দেখেই না চোখে জুড়িয়ে গেলো রঙএর বাহানা ।
ভুট্টা ছোবড়া, ধান দিয়ে তৈরি হরেকরকম ফুল।
কত আছে গহনা কাঠি আর কানের দুল ।
কতই না খেলনা পুতুল, নারকেল খোল ও শাঁখের কাজ ,
আর আছে একতারা,মাদল,মৃদঙ্গ,সানাই বাদ্যের রেওয়াজ ।
ধান, পুঁতি, কাগজ, কাঠির হার, দুল, চুড়ি মনোহারী ,
হরেকরকম কাগজের ফুল ,ফল, রঙবাহারি।
জঙ্গলমহল,বীরভূম, কুচবিহার, আসাম, বাঁকুড়া,  
ভিন্ন দেশ , মেদিনীপুর , হুগলী ,ও  হাওড়া ।
হস্তশিল্পের মেলায় এলো কত হাতের কাজ,
দর্শকেরা  কতই জিনিস দেখে , কেনে আজ।
মেলায় সব দর্শকেরা প্রফূল্লিত  মন ,
মনে সবার মেলা আবার দেখবে কতক্ষণ ।


       🐦🐤🐦🐤🐦🐤🐦🐤
বেলা = ১১:৫৫মিনিট ,
৩০/১২/২০১৮ রবিবার ,
কলকাতা ।