হৃদয়ের ভগ্নদ্বারে, কে তুমি, করিলে করাঘাত,
খুলিল না দ্বার, ভেতর হইতে আসে শুধু প্রতিঘাত।
যতবারই করি করাঘাত, আসিল না উত্তর,
ভেসে আসে প্রতিত্তোর শুধু হাহাকার।
জীবন প্রভাত কালে, উদীয়মান নূতন প্রভাত,
ধীরে ধীরে বাড়ে বেলা, ভেসে আসে নূতন সংঘাত।
মধ্যাহ্নের কালে যেন নব জাগরন আসে কোথা হতে,
বহে আনে নব নব বারতা, প্রান্ত হতে প্রান্তে, দিক্ হতে দিগন্তে।
বসে বসে ভাবি যত হিজিবিজি ভাবনা ,
যার কোন  শেষ নেই, নেই কোন  প্রেরণা।
মনে মনে ভাবি কতশত ভাবনা অহরহ,
প্রহর আসে, প্রহর যায়, কত দিবা-নিশি প্রত্যহ।
বিহানকালে উদাস মনে,আঁকি কত নব নব কল্পনা,
সায়াহ্নে তাই বসে বসে বুনি, স্বপ্নের জাল বুনা।
নিদ্রাবেশে, নিশাকালে, স্বপনে দেখি, স্বপ্নের দেশে,
স্বপনে কোথায় চলে যাই, কোন অজানা আবেশে।
*********<>**********
২০.০৩.২০১৭, সোমবার, দূপুর:১২:৫৬, ডেবরা