হোলী খেলা ****
             দীপ্তি রায়
       (রাধারানীর ঐকান্তিক নিবেদন কালাচাঁদের নিকটে )



দিওনারঙ শ্যাম দিওনা আমায় ,
ভিজিল নীল শাড়ী রঙে ,অঙ্গ ভিজে যায় ।
কি করে ফিরিব ঘরে ,আয়ান সেথায় ,
শ্বাশুড়ী ননদিনী মোরে গঞ্জনা দেয় ।
শ্বাশুড়ী ননদিনী ঘরে ,গঞ্জনা যে দেয় মোরে ,
অঙ্গ কাঁপে থরথরে কি করে যাইব ঘরে ।
রঙে রঙে ভিজিল শাড়ী ,দেহ গেছে আবীরে ভরি ,
বল ওহে বনমালী ,কি করে আমি ঘরে ফিরি ?
লোকলাজ ,ভয় ,সবই গেল জলাঞ্জলী ,
বৃন্দাবনের নিধুবনে খেলিলে খেলা তুমি হোলী ।
কি করে যাইব ঘরে উপায় দাও হে বলি ,
সারা অঙ্গে মাখাইলে মোর কলঙ্কের কালি ।
শ্বাশুড়ী ননদী ঘরে ফিরি আমি কেমন করে ,
শ্যাম সোহাগী কলঙ্কিনী সবাই যে বলে মোরে ।
দোহাই শ্যাম মাখিওনা আর রঙ ,দাও আমায় ছেড়ে ,
আবীরে আবীরে মম দেহ গেছে ভরে ।
কুলের কুলবধূ আমি ,আয়ান ঘরনী ,
করিলে আমায় তুমি কুলকলঙ্কিনী  ।


      🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
         🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
     🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
          🌷🌷🌷🌷🌷🌷🌷
        🌷🌷🌷🌷🌷🌷🌷


   সন্ধ্যা - ৫:১০ মিনিট ,      
১৩ /০২/২০১৯ বুধবার ।
কেরাণীটোলা = মেদিনীপুর ।


(সমস্ত কবি বন্ধুদের হ্যাপি হোলীর শুভেচ্ছা ও শুভকামনা জানাই । )