কন্যা যদি পড়ে সৎ পাত্রে ,
তা' করতে পারেনা শত পুত্রে ।
সৎ পাত্র হয় কেমন  !
রোজগারী না সৎ মন ?


সৎ না রোজগারী পাত্র ভালর যথেষ্ট কারণ ,
আসলে কোনটা বলতে চান আপনি এখন ।
খুব বড় চাকরীটাই কি ভালর  লক্ষ্যণ  ?
সেই পাত্রে কন্যাদানই যথেষ্ট কারণ ?


কার হাতে কন্যা তুলে দেবেন এখন ,
নিজের মনে মনে ভাবুন কিছুক্ষন ।
সেকি শুধু হাত পা ওয়ালা একটা মানুষ ?
নাকি সেই মানুষের আছে মন - হুঁশ ?


চোখ ,নাক ,মুখ,হাত -পা ,থাকলেই নয় সে মানুষ ,
যদি না থাকে কর্তব্য দায়িত্ব আর বিবেকের আবেশ ।
তার হাতে মেয়ে দিয়ে আপনি কি নিশ্চিন্ত ,
মেয়ে কি সুখে শান্তিতে  থাকবে অনাদি অনন্ত ?


বিয়ের পর পাত্রপক্ষ আসল রূপ দেখাবে যখন ,
মেয়ে তখন নিরুপায় অভিষ্টে নির্ঘাৎ মরণ ।
পাত্রপক্ষ পুড়িয়ে অথবা শ্বাস রুদ্ধ করে মারে ,
নয় কন্যা অশান্তিতে আত্মহত্যা কোরে মরে ।


              আবেশ > ছিটেফোঁটা  ।
  *************************
দুপুর - ২ : ৫৮ মিনিট ।
১৩ / ১০ /২০২০ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।